গ্লোবাল সুপার লিগের খেলবে রংপুর রাইডার্স
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। পূর্বে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি নামে পরিচিত ছিল টুর্নামেন্টটির। এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও। সেই টুর্নামেন্টের সূচি প্রকাশিত হয়েছে।
এবারের আসরে অংশ নেবে পাঁচটি দল। যেখানে বাংলাদেশ থেকে থাকছে রংপুর রাইডার্স। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল হলেও তারা খেলতে আগ্রহ না দেখানোয় সেমিফাইনাল খেলা রংপুর রাইডার্স অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে।
এছাড়া বাকী চার দল হচ্ছে—স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের হ্যাম্পশায়ার হকস। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স এবং অস্ট্রেলিয়ার প্রাদেশিক দল ভিক্টোরিয়া।
আগামী ২৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। প্রভিডেন্স ও গায়ানার ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে।
আগামী ২৭ নভেম্বর মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে দলটির প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। পহেলা ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভিক্টোরিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৪ ডিসেম্বর গায়ানা এবং ৫ ডিসেম্বর লাহোরের মোকাবিলা করবে রংপুর। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স দলকে ১ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে।