বৃষ্টিতে স্থগিত মিরপুর টেস্টের তৃতীয় দিন
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে হারের শঙ্কা ছিল বাংলাদেশ দলের। তবে তৃতীয় দিনে এসে মেহেদী হাসান মিরাজ-জাকের আলীর দারুণ এক পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। এই জুটিতে লিডও পায় বাংলাদেশ। তবে টাইগাররা যখন লিড বড় করছে তখনই নামে বৃষ্টি। এই মুহূর্তে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৬৭ রান তুলেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৭৭, নাঈম হাসান ১২ রানে ব্যাট করছিলেন। বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ৬৫ রানে।
সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সারাদেশেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার (২৩ অক্টোবর) মধ্যাহ্ন বিরতির আগে হোম অব ক্রিকেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। লাঞ্চ ব্রেকের পর কিছুক্ষণ খেলা চালিয়ে নেওয়া গেলেও বৃষ্টির পরিমাণ বাড়ায় আপাতত মাঠের লড়াই বন্ধ রয়েছে।
এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর প্রোটিয়াদের বড় লিডে চাপা পড়েছিল বাংলাদেশ। ইনিংস হার এড়াতে অন্তত ২০২ রান করতে হতো। দলীয় ৪ রানের মাথায় পরপর ২ উইকেট হারিয়ে ফেলার পর ইনিংস হারের শঙ্কা ভালোভাবেই জেঁকে বসেছিল বাংলাদেশ শিবিরে। তবে গতকাল শেষ বিকেলে মাহমুদুল হাসান জয় ও মুশফিকের পাল্টা প্রতিরোধে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা।