জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলের নেতারা জানিয়েছেন, কয়েক মাসের আলোচনার পর অধিকাংশ মতপার্থক্য দূর হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বন্টন নিয়ে চূড়ান্ত সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছেন তারা।
প্রায় তিন মাস ধরে চলা আলোচনার পর ৩০০ আসনে সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে তারা এখন আশাবাদী।
এ সময় দলগুলো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনায় বসেছেন। শিগগিরই ১১ দল মিলে একটি পূর্ণাঙ্গ বৈঠক হওয়ারও কথা রয়েছে। ১১ দলের নেতাদের দাবি, ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগেই আসন বন্টনে চূড়ান্ত সমঝোতা হতে পারে।
কবে নাগাদ তা হতে পারে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার বলেন, 'এক-দুই দিনের মধ্যেই আমরা ঘোষণা দেবো।' রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ও এনসিপি ছাড়াও এ জোটে আছে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। শুরুতে সমমনা ৮ দল নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও পরে এনসিপি, এলডিপি ও এবি পার্টি এতে যোগ দেয়।
Comments