আ. লীগ ও জাপার নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, 'ইসি শাপলা প্রতীক দিতে গিয়ে স্বেচ্ছাচারিতা করেছে। শাপলা না দিয়ে এনসিপিকে শাপলা কলি দেয়া হয়েছে। আমরা শাপলা কলি নিয়েই নির্বাচনে যাচ্ছি। নির্বাচনে যদি ইসি আগের মতো দলীয় কোনো কমিশনে পরিণত হয়। তাহলে পরিণতি তাদের পূর্বসূরিদের মতোই হবে।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহে হোটেল মোস্তাফিজে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম আরও বলেন, আগামীর বাংলাদেশে কোনো দেশের আধিপত্যবাদ মেনে নেয়া হবে না। আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির (জাপা) আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই।
সংবাদ সম্মেলনের আগে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ময়মনসিংহ বিভাগের চার জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন। জেলা ও মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক হতে ইচ্ছুক নেতাদের সাক্ষাতকার নেয়া হয়।
Comments