গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সঙ্গীতশিল্পী ও বেসরকারি টেলিভিশন চ্যানেল 'গানবাংলা'র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের বিদেশে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একই সঙ্গে তার এবং স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত দুদক ও তদন্ত সংস্থার আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তদন্ত সংশ্লিষ্টদের আবেদনে বলা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে অর্থপাচার সংক্রান্ত একটি অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া অব্যাহত আছে। এই অবস্থায় তিনি দেশত্যাগ করলে তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া অনুসন্ধানের অংশ হিসেবে তাপস ও তার পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে তথ্য পাওয়া গেলেও আয়কর নথি এখনো হাতে আসেনি। সুষ্ঠু ও পূর্ণাঙ্গ অনুসন্ধানের স্বার্থে আদালত এসব নথি জব্দের প্রয়োজনীয়তা দেখেছেন।
আদালতের আদেশ অনুযায়ী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কৌশিক হোসেন তাপস দেশের বাইরে যেতে পারবেন না।
Comments