দর্শক মহলে ‘এটা আমাদেরই গল্প’ নাটকের চমক
একসময় জনপ্রিয় হলেও মাঝখানে দর্শক কমে গিয়েছিল ঢাকার ধারাবাহিক নাটকে। এখন আবার পরিবার নিয়ে দেশীয় সিরিয়াল দেখার প্রবণতা বাড়ছে। এ ধারায় বিশেষ সাড়া ফেলেছে মোস্তফা কামাল রাজের ধারাবাহিক 'এটা আমাদেরই গল্প'। দর্শকেরা বলছেন, গল্প ও চরিত্রে নিজেদের জীবনের প্রতিফলন পাওয়ায় নাটকটি পরিবারের সবার সঙ্গে দেখার মতো।নির্মাতার তথ্য অনুযায়ী, ইউটিউব–ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে নাটকটি এখন পর্যন্ত ২৬০ কোটির বেশি ভিউ পেয়েছে, আর প্রতিটি পর্ব ইউটিউবে এক কোটির বেশি ভিউ ছাড়াচ্ছে—যা দেশীয় ধারাবাহিকের ক্ষেত্রে বিরল। সিনেমাওয়ালা ব্যানারে নির্মিত নাটকটির নতুন পর্ব প্রচার হয় মঙ্গল ও বুধবার রাত ৯:৩০-এ চ্যানেল আইয়ে এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও টানাপোড়েনের গল্পে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপুসহ অনেকে।
Comments