ভাইরাল হলো রণবীর দিপীকা জুটির বিয়ের অনুষ্ঠানের ছবি
বলিউড তারকা দম্পতি দিপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে গত বছর নিউ ইয়র্কে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। সেই অনুষ্ঠানের একাধিক ক্যান্ডিড ছবি ও সেলফি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়েই ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি ওই বিয়ে অনুষ্ঠানের আরও কিছু ভেতরের ছবি সামনে এসেছে। নতুন প্রকাশিত ছবিগুলোতে রণবীর সিংকে বেশ উচ্ছ্বসিত মেজাজে নাচতে দেখা গেছে। স্বভাবসুলভ প্রাণচাঞ্চল্যে ভরপুর তার উপস্থিতি অনুষ্ঠানটির পরিবেশ আরও জমিয়ে তুলেছিল , দিপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের একটি মিষ্টি ক্যান্ডিড ছবিও অনলাইনে ঘুরছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে প্রকাশিত ফ্যান-শেয়ার করা ছবিতে দেখা গিয়েছিল, দিপিকা হাসিমুখে এক বন্ধুর সঙ্গে সেলফি তুলছেন, আর রণবীর আরেকটি ছবিতে আনন্দিত ভঙ্গিতে পোজ দিচ্ছেন।
পোশাকের দিক থেকেও এই তারকা দম্পতি নজর কেড়েছেন। অনুষ্ঠানে দিপিকা পরেছিলেন লাল-সোনালি শাড়ি—যা ছিল একাধারে মার্জিত ও উৎসবমুখর। রণবীর বেছে নিয়েছিলেন নীল রঙের স্যুট, সঙ্গে মিলিয়ে শার্ট ও ট্রাউজার।যদিও দুজনেই নিজেদের ভ্রমণ বা অনুষ্ঠানের ছবি সরাসরি সামাজিক মাধ্যমে শেয়ার করেননি, তবু ভক্তদের তোলা মুহূর্তগুলো অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে নিউ ইয়র্কে একটি এনবিএ গেমেও তাদের দেখা যায়, যেখানে তারা ভক্তদের সঙ্গে ছবি তুলেছিলেন।
Comments