ভুল বোঝাবুঝি, নীরবতা আর পুনর্মিলন: অরিজিত–সালমান
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের জীবনে যেন বৃত্ত সম্পূর্ণ হলো। সালমান খান অভিনীত 'ব্যাটল অব গালওয়ান' সিনেমায় তার গাওয়া গান মুক্তির কয়েক দিনের মধ্যেই প্লেব্যাক থেকে বিদায়ের ঘোষণা দেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। শোনা যাচ্ছে, এই গানটিই হতে পারে বলিউডে অরিজিতের শেষ প্লেব্যাক গান।
অরিজিৎ সিংয়ের সঙ্গে বলিউড সুপারস্টার সালমান খানের সম্পর্ক বরাবরই আলোচনার বিষয়। বহুদিন ধরে আলোচিত সেই দ্বন্দ্বের সূত্রপাত যখন অরিজিৎ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (তৎকালীন টুইটার) জানান, সালমান অভিনীত 'সুলতান' সিনেমা থেকে তার গাওয়া গান বাদ দেওয়া হয়েছে।
মঞ্চ থেকে দ্বন্দ্বের শুরু
২০১৩ সালে 'আশিকি ২' সিনেমায় 'তুম হি হো' গান দিয়ে রাতারাতি তারকা বনে যান অরিজিৎ। পরের বছরই একের পর এক সুপারহিট গান উপহার দেন। ঠিক সেই সময় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান খান অরিজিতকে 'সেরা পুরুষ প্লেব্যাক গায়ক'-এর পুরস্কার দিতে মঞ্চে ডাকেন। ক্লান্ত অরিজিতকে দেখে সালমান রসিকতা করে বলেন, 'তুমি কি ঘুমাওনি? জবাবে অরিজিতও মজা করে বলেন, 'তোমরা আমাকে ঘুম পাড়িয়ে দিলে।' মঞ্চের সেই বন্ধুত্বপূর্ণ খুনসুটি যে ভবিষ্যতে বড় আলোচনার জন্ম দেবে, তা কেউ ভাবেনি।
প্রকাশ্যে ক্ষমা চান অরিজিৎ
২০১৬ সালে হঠাৎ করেই এক্সে দেওয়া এক পোস্টে সালমান খানের কাছে প্রকাশ্যে ক্ষমা চান অরিজিৎ। তিনি জানান, 'সুলতান' সিনেমায় 'জগ ঘুমেয়া' গানটি তিনি গেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ছবিতে রাখা হয় রাহাত ফতেহ আলী খানের ভার্সন।
সালমানকে উদ্দেশ্য করে অরিজিত লেখেন, 'আমি আপনাকে কখনো অপমান করিনি। বহুবার ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি। দয়া করে 'সুলতান' সিনেমার গানটি বাদ দেবেন না। অন্তত ওই গান নিয়েই যেন অবসর নিতে পারি।' পরে পোস্টটি মুছে ফেললেও, তা ঘিরে তোলপাড় শুরু হয় সোশাল মিডিয়ায়। যদিও সালমান সে সময় বিষয়টি নিয়ে মুখ খোলেননি, অরিজিৎ তার সাফল্যের ধারা অব্যাহত রাখেন।
সাত বছর পর পুনর্মিলন
দীর্ঘ সাত বছর পর ২০২৩ সালে 'টাইগার ৩' ছবিতে আবার একসঙ্গে কাজ করেন সালমান খান ও অরিজিৎ সিং। সিনেমায় অরিজিতের গাওয়া 'রুয়ান' এবং 'লেকে প্রভু কা নাম' গান দুটি দর্শকের প্রশংসা পায়। সালমান নিজেও গানগুলোর প্রচারে সক্রিয় ছিলেন।
বিগ বসে সালমানের স্বীকারোক্তি
গত বছর বিগ বস ১৯-এর 'উইকএন্ড কা ভার' পর্বে প্রথমবারের মতো এই সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খোলেন সালমান খান। তিনি বলেন, 'অরিজিত আর আমি খুব ভালো বন্ধু। ভুল বোঝাবুঝিটা আমার দিক থেকেই হয়েছিল। এরপর সে 'টাইগার ৩'-তে গান গেয়েছে, সামনে 'ব্যাটল অব গালওয়ান' সিনেমায় তার গান আছে।
বিদায়ের ঘোষণা অরিজিতের
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অরিজিৎ সিং হঠাৎই প্লেব্যাক গান ছাড়ার ঘোষণা দেন। ভাইরাল হওয়া একটি পোস্টে তিনি জানান, সহজেই বিরক্ত হয়ে পড়েন তিনি, তাই নতুন ধরনের সংগীত খুঁজে নিজের মতো করে 'বাঁচতে' চান।
এখন প্রশ্ন, 'ব্যাটল অব গালওয়ান' সিনেমার 'মাত্রভূমি' গানটিই কি সত্যিই অরিজিতের শেষ সিনেমার গান? সময়ই তার উত্তর দেবে। তবে এটা বলাই যায়, 'সুলতান' থেকে 'গালওয়ান'- অরিজিৎ সিংয়ের বলিউড যাত্রায় সালমান খান ফ্যাক্টর বারবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
Comments