হামলার আশঙ্কায় উত্তেজনা, সৌদি ও ইরানের শীর্ষ নেতাদের যোগাযোগ
যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কার মধ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) তাদের দুজনের আলোচনা হয়। সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, যুদ্ধ বাধা আটকাতে যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে ইরান। যে উদ্যোগ আন্তর্জাতিক আইন অনুযায়ী হবে।
এছাড়া ইসলামিক দেশগুলোর মধ্যে ঐক্য এবং সংহতি থাকলে মধ্যপ্রাচ্যে সুদীর্ঘ নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তির নিশ্চিয়তা দেবে বলেও সৌদির ক্রাউন প্রিন্সকে জানান মাসুদ পেজেশকিয়ান। অপরদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, যদি এ ধরনের কিছু হয় তাহলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা দেখা দেবে।
প্রিন্স সালমানকে মাসুদ পেজেশকিয়ান বলেন, "মার্কিনিদের হুমকি আর মনস্তাতিক চাপের এই কৌশলগুলো মূলত এ অঞ্চলের শান্তি নষ্ট করার জন্য। এর মাধ্যমে অস্থিরতা ছাড়া তাদের আর কোনো লাভই হবে না।" অপরদিকে প্রিন্স সালমান জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশকে তাদের ভূখণ্ড ও আকাশ ব্যবহার করতে দেওয়া হবে না।
Comments