টুঙ্গিপাড়ায় সড়কে যৌথবাহিনী অভিযানে ৪৬ হাজার জরিমানা, একজনের কারাদন্ড
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর অভিযানে ৪৬ হাজার ১শ টাকা জরিমানা ও ব্যাগে গাঁজা পাওয়ায় এক যাত্রীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার চৌরঙ্গী মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম যাচাই করা হয়। পাশাপাশি যানবাহনের যাত্রীদের ব্যাগপত্র তল্লাশি করা হয়।
অভিযান চলাকালে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়ে সড়ক পরিবহন আইনে ১২টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টিসহ মোট ১৩টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় পিরোজপুর থেকে ঢাকাগামী একটি যানবাহনের এক যাত্রীর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫০ টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মহাসড়কে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে চালকদের হেলমেট ব্যবহারসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Comments