বিজয়ের শেষ ছবির মুক্তি নিয়ে অনিশ্চয়তা
তামিল তারকা থালাপতি বিজয়ের বহুল আলোচিত শেষ ছবি 'জন নায়াগান'–এর মুক্তি ঘিরে জটিলতা আরও বেড়েছে। সোমবার মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ছবিটির সেন্সর–সংক্রান্ত মামলার আগের আদেশ বাতিল করে বিষয়টি নতুন করে শুনানির জন্য একক বিচারকের বেঞ্চে ফেরত পাঠিয়েছে। ফলে আপাতত কোনো স্বস্তি পায়নি প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনস। ছবিটি ৯ জানুয়ারি মুক্তির কথা থাকলেও কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) থেকে ছাড়পত্র না মেলায় তা পিছিয়ে যায়। প্রযোজকদের দাবি, পরীক্ষণ কমিটি ১৪টি কাটের শর্তে 'ইউএ ১৬+' সার্টিফিকেট দিতে রাজি হয়েছিল এবং তারা সেই শর্ত মেনেও নেয়। কিন্তু পরে বোর্ডে জমা পড়া এক অভিযোগে বলা হয়, ছবির কিছু অংশ ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এ কারণেই সার্টিফিকেশন প্রক্রিয়া স্থগিত রাখা হয়।
একক বিচারক আগে সিবিএফসিকে সার্টিফিকেট দিতে নির্দেশ দিলেও বোর্ড আপিল করলে সেই আদেশে স্থগিতাদেশ দেওয়া হয়। সর্বশেষ রায়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, সিবিএফসিকে তাদের বক্তব্য যথাযথভাবে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি এবং বোর্ড চেয়ারম্যানের আদেশকে সরাসরি চ্যালেঞ্জও করা হয়নি। তাই মামলাটি আবার একক বেঞ্চে শুনানি হবে।তিন আদালতে টানা ২২ দিনের আইনি লড়াইয়ের পরও 'জন নায়াগান' এখনো সেন্সর ছাড়পত্র পায়নি। এই ছবির পর অভিনয় ছেড়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়।
Comments