ওসিডি নিয়ে আসছেন জয়া আহসান
ঢাকা ও কলকাতার সিনেমা মিলিয়ে গত বছরটি দারুণ কাটানোর পর নতুন বছরেও শক্ত অবস্থান জানান দিলেন জয়া আহসান। তাঁর অভিনীত কলকাতার নতুন সিনেমা 'ওসিডি'–র ট্রেলার প্রকাশ পেয়েছে, আর ১ মিনিট ৪৮ সেকেন্ডের সেই ঝলকেই চমকে দিয়েছেন এই বাংলাদেশি অভিনেত্রী।
দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটি শেয়ার করে জয়া লিখেছেন, "পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট।" সিনেমার নাম 'ওসিডি', অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার—একটি মানসিক সমস্যা, যা আক্রান্ত ব্যক্তির জীবনে গভীর প্রভাব ফেলে। পরিচালক সৌকর্য ঘোষাল এই মানসিক জটিলতাকে কেন্দ্র করেই তৈরি করেছেন সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প, যেখানে শৈশবের তিক্ত অভিজ্ঞতা ও মানসিক আঘাত কীভাবে অপরাধপ্রবণতার জন্ম দেয়, সেটিই উঠে এসেছে।ট্রেলারে দেখা যায়, শৈশবের এক অনভিপ্রেত অভিজ্ঞতা একজন শিশুর ভবিষ্যৎকে কীভাবে অন্ধকারে ঠেলে দিতে পারে। লিঙ্গনির্বিশেষে শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব একজন মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে—এই বাস্তবতাই পর্দায় তুলে ধরা হয়েছে। সেই আঘাত, অপরাধবোধ, বিতৃষ্ণা ও প্রতিশোধস্পৃহ মিলেমিশে তৈরি হয় এক ভয়ংকর মানসিক জগত।ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামের এক চিকিৎসকের চরিত্রে, যার জীবন অতীতের ধূসর ছায়ায় আচ্ছন্ন। মনে জমে থাকা অন্ধকার তাকে সবসময় তাড়া করে বেড়ায়। হঠাৎ এক রোগী শ্বেতার অতীত সম্পর্কে জেনে ফেললে পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নেয়। আশপাশের মানুষ ও সমাজের প্রতি তার বিতৃষ্ণা ধীরে ধীরে রূপ নেয় বিপজ্জনক প্রতিক্রিয়ায়। শেষ পর্যন্ত শ্বেতার পরিণতি কী হয়, সেটিই জানা যাবে সিনেমায়।
আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'ওসিডি'। এই ছবির মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় চরিত্র 'ভূতু' হিসেবে পরিচিত আর্শিয়া মুখোপাধ্যায় বড় পর্দায় অভিষেক করছেন। আরও অভিনয় করেছেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়। মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও থ্রিলের মিশেলে 'ওসিডি' দর্শকদের জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
Comments