জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মঞ্জু
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, স্বাধীনতার পর রাষ্ট্র যেভাবে পাওয়ার কথা, তা না পাওয়ায় আমরা অসন্তুষ্ট। রাষ্ট্রের নিয়ম হচ্ছে জনগণের অধিকার রক্ষা করা। স্বাধীনতার ৫৫ বছরেও দেশ থেকে অনিয়ম-দুর্নীতি দূর হয়নি। তাই এখন যে দিকে তাকাই সেদিকেই হাহাকার দেখতে পাচ্ছি।
তিনি বলেন, কেউ লেখাপড়া করতে চায়, কিন্তু সুযোগ পাচ্ছে না। উন্নত জীবনধারণের সুযোগ পাচ্ছে না মানুষ। সেজন্য আমরা অধিকারভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতির কথা বলছি। এই ৫৫ বছরে এসে আমরা এসব জঞ্জাল বদলিয়ে নতুন করে বাংলাদেশকে গড়তে চাই।
সোমবার (২৬ জানুয়ারি) ফেনী-২ (সদর) আসনে ঈগল মার্কার সমর্থনে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোল, গোবিন্দপুর নতুন বাজার, ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার ও ছনুয়া ইউনিয়নে প্রচারণায় স্থানীয় জনগণের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, এবি পার্টির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল ও জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, কালিদহ ইউনিয়ন জামায়াতের আমির আবু তৈয়ব, ছনুয়া ইউনিয়ন আমির মাওলানা ইমরান হোসেন, ফরহাদ নগর ইউনিয়ন আমির মাওলানা মুসা মাওলানা আবুল বাশার, ফাজিল ইউনিয়ন আমির মাওলানা আবুল বাশার, ইসলামী ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলাম।
Comments