মেহেরপুর জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ তিনজন আটক
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের আমির মওলানা তাজউদ্দিন খানের ব্যবহৃত নিজের নোহা মাইক্রো থেকে ধারালো চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিনজন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।
আটককৃতরা হলেন- বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতে ইসলামের আমির মওলানা তাজউদ্দিন খানের ফেসবুক পেইজের এডমিন শাহারুল ইসলাম ও মাইক্রো ড্রাইভার ইজারুল হক।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করা হয়।
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত চেক পোস্টের অংশ হিসেবে সব গাড়ি চেক করা হচ্ছিল। এ সময় সাদা রং এর নোয়া (ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬) চেক করা হলে গাড়ির ভিতর ৩টা ফোল্ড ডাবল স্টিক, ১টা বিদেশি কুড়াল, ১টি ইলেট্রিক শকার, ১টা প্লাস, ৩টা ওয়াকিটকি, ৪টা চার্জার ও ১টা হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অস্ত্র আটক ও মাইক্রোবাস জব্দ করা হয়।
গতকাল রবিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর শফিকুর রহমান মেহেরপুর সফরে গেলে তার আগে এই ঘটনায় নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।
Comments