আলিয়া ও কন্যা রাহার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভিন্নধর্মী শুভেচ্ছা
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভিন্নধর্মী ও আবেগঘন এক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর ছোট্ট কন্যা রাহা কাপুরের হাতে তৈরি একটি ভারতীয় ত্রিবর্ণ পতাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। রোববার আলিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ওই হাতে বানানো পতাকার ছবি পোস্ট করে লেখেন, "হ্যাপি রিপাবলিক ডে", সঙ্গে ব্যবহার করেন ভারতীয় পতাকা ও জোড়া হাতের ইমোজি।
আলিয়ার এই পোস্টটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে রাহার এই ছোট্ট উদ্যোগের প্রশংসা করেছেন এবং আলিয়ার পরিবারের দেশপ্রেমমূলক বার্তাকে সাধুবাদ জানিয়েছেন। আলিয়ার পাশাপাশি বলিউডের আরও বহু তারকা ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান।
আলিয়া ভাট বর্তমানে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। হাইওয়ে, উড়তা পাঞ্জাব, রাজি, গালি বয়, ডার্লিংস ও ব্রহ্মাস্ত্রসহ একাধিক ব্যবসাসফল ও সমালোচক প্রশংসিত ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান দৃঢ় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একাধিক ফিল্মফেয়ার পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে।
ব্যক্তিগত জীবনে আলিয়া ভাট ২০২২ সালের ১৪ এপ্রিল দীর্ঘদিনের প্রেমের পর অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে একান্ত পারিবারিক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। একই বছরের নভেম্বরে তাঁদের কন্যা রাহা কাপুরের জন্ম হয়। সন্তান জন্মের পর থেকেই আলিয়া নিয়মিতভাবেই কাজ ও পরিবার—দুই দিকই সামলাচ্ছেন।
বর্তমানে আলিয়া ভাট একদিকে যেমন নতুন চলচ্চিত্রের কাজে ব্যস্ত, তেমনি অন্যদিকে পরিবার ও মাতৃত্বের অভিজ্ঞতাকেও সমান গুরুত্ব দিচ্ছেন। প্রজাতন্ত্র দিবসে তাঁর এই পোস্টটি তাই শুধু শুভেচ্ছাই নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এক সুন্দর বার্তা হিসেবেও দেখা হচ্ছে।
Comments