বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন
একসঙ্গে অভিনয় করেছেন একাধিক নাটকে। এর বাইরে বিজ্ঞাপন, এমনকি ওয়েবেও জুটি হয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর এবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা। তাদের নতুন সিনেমা 'পুলসিরাত' পরিচালনা করছেন ভিকি জাহেদ। যা দর্শকদের জন্য এক সাসপেন্স ও থ্রিলার পূর্ণ অভিজ্ঞতা হতে পারে।
সূত্র জানিয়েছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে সিনেমার অভিনয়শিল্পী তালিকা, গল্পের সংক্ষিপ্ত বিবরণ এবং শুটিং সংক্রান্ত বিস্তারিত।
সম্প্রতি আফরান নিশো শেষ করেছেন রেদওয়ান রনি পরিচালিত সিনেমা 'দম'-এর শুটিং। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ব্যস্ত সময় কাটাচ্ছেন 'ক্যাকটাস' নামের ওয়েব সিরিজে। সেখানে তার বিপরীতে অভিনয় করছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।
নিশো-মেহজাবীনের নতুন জুটি বড় পর্দায় কতটা সাড়া ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা দেখা দিয়েছে।
Comments