টুঙ্গিপাড়ায় ফরিদপুরী ও বঙ্গবন্ধুর কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন স্বতন্ত্রপ্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমহানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিস্কৃত নেতা অ্যাড. মো: হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নির্বাচনী প্রচারের প্রথম দিনে কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে আল্লামা শামসুল হক ফরিদপুরী ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত জিয়ারত করেন। এসময় বঙ্গবন্ধুর সমাধি সৌধের ৩নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে কবর জিয়ারত করতে চাইলেও পুলিশের বাধার মুখে গেটের পাশে দাঁড়িয়ে কবর জিয়ার করেন। পরে তিনি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে গোপালগঞ্জ-০৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী অ্যাড. মো: হাবিবুর রহমান বলেন, বাংলাদেশে ৩'শটি নির্বাচনী এলাকা। এই ৩'শ আসনের মধ্যে গোপালগঞ্জ-০৩ আসনের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া অন্যতম এলাকা, গোপালগঞ্জ-০৩ আসন একটি অন্যতম। যে আসনে বাংলাদেশের অবিসংবদিত নেতা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। একই সাথে এশিয়া মহাদেশের আলেমকুলের শিরোমনি আল্লামা শামসুল হক ফরিদপুরীর জন্মস্থান। দুইজন মহামানব জন্মগ্রহণ করেছেন এবং তারা টুঙ্গিপাড়ার মাটিতে শুয়ে আছেন। তিনি তাদের কবর জিয়ারত করে আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম।
Comments