ফরিদপুরে যৌথ বাহিনীর বড় অভিযান: বিপুল দেশীয় সহ আটক ১৮
ফরিদপুর ফরিদপুরের নগরকান্দায় সেনাবাহিনী ও পুলিশের এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারী ও কিশোরসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে।
ফরিদপুর সেনা ক্যাম্প থেকে জানানো হয়, শাকপালদিয়া গ্রামে একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আসন্ন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। নগরকান্দা সেনা ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশ এই অভিযানে অংশ নেয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ১টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১টি ১২ গেজ কার্তুজ, ১০টি ঢাল, ৭টি বর্শা, ৮টি কাস্তে, ৬টি রামদা, ৫টি ছোট ছুরি, প্রায় ৪ কেজি গাঁজা, ১০২ পিস ইয়াবা, ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।
অভিযানে মোট ১৮ জনকে আটক করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মো. সহিদ মোল্লা (৬৫), মো. শহিদ মোল্লা (৬৬), পারভেজ ফকির (২৫), নাজমুল (২৩), আজিম মোল্লা (২৭), শাজাহান শেখ (৩৬), রবিউল মোল্লা (৩০), ইদ্রিস মোল্লা (৪২) এবং সিয়াম শেখ (১৫)। নারী সদস্যদের মধ্যে রয়েছেন আলেয়া বেগম, তামান্না আক্তার, মনিরা আক্তার, রুনা আক্তার, নাদিয়া বেগম, নূরজাহান ও জয়নব বেগম। এছাড়াও দুইজন কিশোরকে আটক করা হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের ঘটনায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
Comments