প্রত্যন্ত অঞ্চলের নারী ক্রিকেটারদের জয়জয়কার: জেলাজুড়ে প্রশংসা
চাঁদপুরের হাইমচরের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা নারী ক্রিকেটাররা মাঠের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং কুমিল্লা আঞ্চলিক পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের এই সাফল্যে এখন আনন্দিত ও গর্বিত পুরো চাঁদপুর জেলা।
অসামান্য এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজ ২০ জানুয়ারি, মঙ্গলবার গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে বিশেষ সংবর্ধনা প্রদান করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। তিনি শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অধিনায়ক মিম আক্তারের নেতৃত্বে দলের সদস্য ফারিয়া, হালিমা ও আমেনারা জানান, গ্রামীণ ও সামাজিক নানা প্রতিকূলতা ডিঙিয়ে তারা আজ এই অবস্থানে পৌঁছেছেন। তারা বলেন, পারিবারিক ও সামাজিক সীমাবদ্ধতা থাকলেও আমরা নিজেদের দক্ষতা ও মনোবল দিয়ে চাঁদপুর জেলা পর্যায়ে মাধ্যমিক স্তরে শিরোপা অর্জন করেছি। এই জয় আমাদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
শিক্ষার্থীদের এই সাফল্যের নেপথ্যে সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোবারক হোসেন এবং ফয়সাল আহম্মেদ পাটোয়ারী। তারা জানান, নারী শিক্ষার্থীদের ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে সব ধরনের বাধা কাটিয়ে তারা কাজ করে যাচ্ছেন। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।
গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন,এই জয়লাভ শুধু আমাদের স্কুলের জন্য সম্মান বয়ে আনেনি, বরং গ্রামীণ জনপদে নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হয়ে থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় নারী ক্রিকেটারদের প্রশংসা করে বলেন, "পুরুষের পাশাপাশি নারীরাও এখন সব ক্ষেত্রে সমানতালে এগিয়ে যাচ্ছে। গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা সেটি আবারও প্রমাণ করেছে। আমি আশা করি, এই শিক্ষার্থীরা একদিন জাতীয় পর্যায়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।
গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের এই বালিকা দলটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের পর চাঁদপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় এবং সর্বশেষ কুমিল্লা উপ-বিভাগীয় (আঞ্চলিক) পর্যায়ে রানার্সআপ হয়ে হাইমচর উপজেলার জন্য অনন্য সম্মান বয়ে নিয়ে আসে।
Comments