অতীতে ভোটের দিন স্কুলের মাঠে ছাগল চড়েছে, এবার জনগণের অংশগ্রহণে ভোটকেন্দ্র মুখরিত থাকবে- ধর্ম উপদেষ্টা
অতীতে ভোটের দিন স্কুলের মাঠে ছাগল চড়েছে, এবার আর ছাগল চড়বে না, জনগণের অংশগ্রহণে ভোটকেন্দ্র মুখরিত থাকবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
এসময় উপদেষ্টা আরও বলেন, এই প্রথম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ ও জনগণের অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতি উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। পুলিশের বুকে বডি ক্যামেরা অন থাকবে। কেউ অপরাধ করলে মুহূর্তের মধ্যে ধরা পড়বে।
গণভোট সম্পর্কে উপদেষ্টা বলেন, দেশের জনগণ যদি মনে করেন 'হ্যাঁ' ভোট প্রয়োজন নেই তাহলে তাঁরা 'না' ভোটে সীল মারবেন। আর প্রয়োজন মনে করলে হ্যাঁ ভোট দিবে। হ্যাঁ ভোটের প্রচারণা চালাতে বাঁধা দিলে সাথে সাথে ডিসি-এসপিকে জানানোর অনুরোধ করেন উপদেষ্টা। এছাড়াও, সরকারের কোনো কর্মকর্তা বিশেষ কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে প্রচারণা চালায় এমন প্রমাণ থাকলে নির্বাচন কমিশনকে অবহিত করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাষ্ট্র গঠনে গণভোটের প্রচারণায় সরকারকে সহযোগিতা করতে সভায় অংশগ্রহণকারী মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গির্জার প্রতিনিধিদের আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।
সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ-সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইমাম, পুরোহিত, চার্জের প্রতিনিধি ও সম্ভাব্য সংশ্লিষ্ট সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
Comments