‘সাম্প্রদায়িক’ মন্তব্য করে তোপের মুখে এ আর রাহমান
অস্কারজয়ী সুরকার এ আর রাহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, গত আট বছরে তার কাজ তুলনামূলকভাবে কমে গেছে এবং এর পেছনে 'হয়তো সাম্প্রদায়িক কারণ থাকতে পারে' বলেও দাবি করেন তিনি।
রাহমানের এই মন্তব্যকে ঘিরে বলিউডের শিল্পী ও বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশিষ্ট ঔপন্যাসিক ও কলামিস্ট শোভা দে মন্তব্যটিকে 'বিপজ্জনক' বলে আখ্যা দেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বলিউডের কিংবদন্তি গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার।
আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ আখতার স্পষ্টভাবে বলেন, রাহমানের কাজ কমে যাওয়ার পেছনে কোনও 'সাম্প্রদায়িক উপাদান' নেই। তিনি বলেন, 'আমি কখনও এমনটা অনুভব করিনি। মুম্বাইয়ে আমি অনেকের সঙ্গে দেখা করি, সবাই তার প্রতি গভীর শ্রদ্ধাশীল। হতে পারে, মানুষ মনে করে তিনি এখন আন্তর্জাতিক পর্যায়ে খুব ব্যস্ত, বিদেশে তার নানা অনুষ্ঠান থাকে। তাই হয়তো আমাদের প্রজেক্টে তিনি সময় দিতে পারবেন না। আবার তিনি এত বড় মাপের মানুষ যে, ছোট প্রযোজকরা তাকে প্রস্তাব দিতে গিয়ে দ্বিধায় পড়েন। কিন্তু এর সঙ্গে সাম্প্রদায়িকতার কোনও সম্পর্ক আছে বলে আমি বিশ্বাস করি না। তিনি বলিউডে কেন কাজ করবেন না? অবশ্যই কাজ করবেন।'
এই প্রসঙ্গে সংগীতশিল্পী শঙ্কর মহাদেবনও তুলনামূলক কূটনৈতিক ভাষায় শিল্পের কাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। আইএএনএসকে তিনি বলেন, 'যিনি গান সুর করেন এবং যিনি সিদ্ধান্ত নেন গানটি বাজারে আসবে কি না, এই দু'জন অনেক সময় এক ব্যক্তি নন। অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকেন এমন মানুষ, যারা সংগীতজ্ঞ নন। এখানেই গরমিল তৈরি হয়। ফলে আমরা যা প্রকাশ হওয়া উচিত বলে মনে করি, তা অনেক সময় হয় না।'
গায়ক শান বলেন, 'আমি বহু বছর ধরে গান গেয়েছি, তবুও এমন সময় আসে যখন কাজ পাই না। কিন্তু আমি এটাকে ব্যক্তিগতভাবে নেই না। প্রত্যেকেরই নিজস্ব পছন্দ থাকে, আর কতটা কাজ পাবো তা আমাদের হাতে নেই। যে কাজ পাই, সেটাই সেরা ভেবে করার চেষ্টা করা উচিত। রহমান সাহেব যে কাজই নেন না কেন, তাতে তার নিজস্ব ছাপ থাকেই। তিনি একজন অসাধারণ সুরকার।'
শিল্পে সাম্প্রদায়িক পক্ষপাত আছে কি না-এই প্রশ্নে শান আরও বলেন, 'আমি মনে করি না এখানে কোনও সাম্প্রদায়িক বা সংখ্যালঘু বিষয় আছে। সংগীত এভাবে কাজ করে না। যদি করত, তাহলে গত ৩০ বছরে আমাদের তিন সুপারস্টার এভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন না। কারণ, তারাও সংখ্যালঘু সম্প্রদায়ের। মূল কথা হলো ভালো কাজ করা, ভালো সংগীত তৈরি করা এবং এসব নিয়ে অতিরিক্ত ভাবনা না করা।'
শানের এই মন্তব্যে তিনি ইঙ্গিত করেছেন শাহরুখ খান, সালমান খান ও আমির খান–এর দিকে, যারা তিন দশকেরও বেশি সময় ধরে ভারতের সবচেয়ে বড় তারকা হয়ে টিকে রয়েছেন।
গায়ক অনুপ জলোটাও শানের সঙ্গে একমত পোষণ করে আইএএনএসকে বলেন, 'এটা একেবারেই সত্য নয়। রাহমান পাঁচ বছরে এমন কাজ করেছেন, যা অনেকেই ২৫ বছরেও করতে পারেন না। মানুষ তাকে অসম্ভব সম্মান করে, ভালোবাসে এবং তার কাজকে শ্রদ্ধা করে।'
বলা ভালো, এর আগে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রাহমান বলেছিলেন, তিনি সরাসরি কখনও বৈষম্যের শিকার হননি। তবে ইন্ডাস্ট্রির কাঠামোগত পরিবর্তন তার কাজের সুযোগকে প্রভাবিত করে থাকতে পারে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
Comments