হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাকিবসহ তিনজন গ্রেফতার
হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে যৌথ বাহিনী গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে ও হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক সাকিব (২৪), উমেদনগর পুরানহাটি এলাকার শাহ আলমের ছেলে শিহাব আহমেদ (২০), সদর উপজেলার রিচি ইউনিয়নের নছরপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মো. মোশারফ (১৯)।
প্রশাসন সূত্রে জানা গেছে- শহরের চৌধুরী বাজার এলাকার আল মদিনা ট্রেডার্সের মালিক টিনের দোকানদার মোহাম্মদ জামাল মিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক সাকিবসহ তিনজনের বিরুদ্ধে। রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই এনামুল হক সাকিবসহ আরও দুইজনকে আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাদের আদালতে তোলা হবে।
উল্লেখ্য- গত বছরের ৭ মে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়।
Comments