চাঁদপুরে বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
চাঁদপুর সদর উপজেলার হরিণা নৌ পুলিশ ফাঁড়ির সামনে আদালতের নির্দেশে বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁদপুর চীফ জুডিশিয়াল আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে এসব আলামত প্রকাশ্যে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর নৌ থানা, হরিণা ঘাট এবং নীলকমল পুলিশ ফাঁড়ির আওতাধীন বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় ১০০টি মামলার আলামত আজ নিষ্পত্তি করা হয়। এর মধ্যে মৎস্য আইনের ৪৩টি মামলার অধীনে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত জালের পরিমাণ প্রায় ৬৪ হাজার ৮০০ মিটার। যার আনুমানিক বাজারমূল্য: প্রায় ৫ লাখ ৬৯ হাজার টাকা।
আলামত ধ্বংসকরণ প্রক্রিয়াটি চাঁদপুর বিচারিক আদালতের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,পলাশ বর্ধন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর চীফ জুডিশিয়াল আদালত।আবদুল মান্নান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর চীফ জুডিশিয়াল আদালত।মোঃ বোরহান উল ইসলাম, ইনচার্জ, হরিণা ঘাট নৌ পুলিশ ফাঁড়ি।
নৌ পুলিশ সূত্রে জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এসব জাল বিভিন্ন সময়ে নদী থেকে জব্দ করা হয়েছিল। আদালতের নির্দেশে জনসম্মুখে এগুলো ধ্বংস করা হয়েছে যাতে এই অবৈধ জালগুলো পুনরায় ব্যবহারের কোনো সুযোগ না থাকে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নদীর মৎস্যসম্পদ রক্ষা এবং জাটকা নিধন রোধে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Comments