শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে সৌদি প্রবাসী নিহত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খালের পানিতে পড়ে গিয়ে কাশেম আলী মোল্লা (৩২) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকালে কোটালীপাড়া উপজেলার আশুতিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সৌদি প্রবাসী কাশেম মোল্লা কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের রাজ্জাক আলী মোল্লার ছেলে। নিহতের বড় ভাই হোসেন আলী মোল্লা জানান, কিছুদিন আগে কাশেম মোল্যা সৌদি আরব থেকে বাড়িতে আসেন। আজ সকালে শখের বসে বড় ভাইয়ের ইজিবাইক নিয়ে চালাতে যায়।
কিন্তু, ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খালের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Comments