সুনামগঞ্জে র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান উদ্ধার
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (১২ জানুয়ারি) রাতে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সলুকাবাদ এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার করে। তবে এ সময় ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা পারেনি র্যাব।
র্যাব-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত এয়ারগানটি কোনো নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত এয়ারগানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। ##
Comments