ভুয়া এনজিও কেলেঙ্কারি: গোপালগঞ্জে ভুক্তভোগীদের মিছিল-মানববন্ধন
গোপালগঞ্জে ঋণ দেয়ার কথা বলে কোটি টাকা নিয়ে উধাও হওয়া চীপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতারক কর্মকর্তাদের বিচার ও টাকা ফেরত পাওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী গ্রহকরা। আজ সোমবার (১২ জানুয়ারী) দুপুরে জেলা শহরের থানাপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ভুক্তভোগীরা। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধন চলাকালে ভুক্তভোগী রেজাউল ভূইয়া ও মাঠকর্মী রিপা আক্তার বক্তব্য রাখেন।
মাঠকর্মী রিপা আক্তার বলেন, তারা এনপিও খোলার পর আমি সেখানে চাকরী নেই। এরপর তেকে তারা আমাকে দিয়ে বিভিন্নজনের কাছ থেকে ঋণ দেয়ার কথা বলে টাকা উঠাতে বলে। আমি কর্তৃপক্ষের কথামত টাকা উঠালেও তার হঠাত করে পালিয়ে যায়। এরপর থেকে বিভিন্ন গ্রাহকেরা আমার উপর চাপ সৃষ্টি করছে। আমি দ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের দাবী জানাচ্ছি।
ভুক্তভোগী রেজাউল ভূইয়া বলেন, ঋণ দেযার কথা বলে চীপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কর্মকর্তারা বিভিন্ন এলাকার ৮৫০জন মানুষের কাছ থেকে বিভিন্ন অংকে টাকা জমা নেয়। পরে ঋণ দেয়ার কথা বললেও হঠাত করে তারা অফিসে তালা ঝুলিয়ে প্রায় ২ কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। দ্রুত দোষীদের গ্রেফতার করে টাকা ফেরত পাওয়ার দাবী জানান তারা। #
Comments