গোপালগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ জানুয়ারী) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া মাদ্রাসা এলাকা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শ (এসআই) আব্দুল কুদ্দুস জানান, গোপীনাথপুর শরীফপাড়া মাদ্রাসা এলাকার একটি পরিত্যক্ত দোকানে ওই বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে ওই বৃদ্ধা তীব্র শীতে মারা যেতে পারেন। সে এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করতেন। তবে এখন পযর্ন্ত ওই বৃদ্ধার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। #
Comments