এবারের নির্বাচন জাতির কাছে গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল
এবারের নির্বাচন জাতির কাছে গুরুত্বপূর্ণ, নির্বাচন নিয়ে জনগণের মাঝে আশার সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই, গণমাধ্যম ও টকশো যারা করেন, তারা নানা সময়ে আশঙ্কার কথা বলেন। নির্বাচনের পরিস্থিতি আশাব্যঞ্জক, আগে যারা নির্বাচন বিরোধী ছিলো তারা অংশ নিচ্ছে। নির্বাচনের বাঁধা দূর হচ্ছে উল্লেখ করে বলেন, মবক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে বের হতে হবে।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন সুশাসন, ন্যায়বিচার, বিচার বিভাগের স্বাধীনতা চান মানুষ। গণতান্ত্রিক সংস্কৃতি সমস্ত মানুষের প্রচেষ্টার গড়ে ওঠে। সকলের সহযোগিতার নির্বাচন কমিশন ভালো নির্বাচন করবে। এ সময় জাতির জীবনে ক্রান্তিকালের মতো। সাবধানে থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে নির্বাচন ব্যহত হয়।
এর আগে, দুপুরে বিমানযোগে ব্যক্তিগত সফরে সিলেট পৌঁছান বিএনপি মহাসচিব। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এসময় তিনি বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
Comments