ভারতে বিশ্বকাপ দল পাঠানো নিয়ে নিরাপত্তা শঙ্কায় বিসিবি, আইসিসিকে চিঠি
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ঘটনার জের ধরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। তাই নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বিসিবি।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে সিলেটে বিসিবি পরিচালকদের এক জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রূপিতে কলকাতা নাইট রাইডার্সে দলভুক্ত হওয়া মুস্তাফিজকে আইপিএল বাদ দেয়ার কারণ আনুষ্ঠানিক জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই) চিঠি দেবে তারা।
ক্রিকবাজকে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আইসিসির কাছে পাঠানো চিঠিতে মূলত তিনটি বিষয় জানতে চাওয়া হবে। প্রথমত, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি। দ্বিতীয়ত, বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য নিরাপত্তা পরিকল্পনা কী। তৃতীয়ত, দলের সঙ্গে যেসব গণমাধ্যমকর্মী, সমর্থক ও স্পন্সর ভারতে যাবেন, তাদের নিরাপত্তার ধরণ কেমন হবে।
ওই কর্মকর্তা আরও বলেন, 'আমরা বিসিসিআইকেও আলাদাভাবে ইমেইল করছি। মুস্তাফিজকে ঠিক কী কারণে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দিল, তার সঠিক ও আনুষ্ঠানিক ব্যাখ্যা আমরা জানতে চাইব।'
এদিকে মুস্তাফিজের ঘটনার পর ভারত থেকে যাতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো সরিয়ে নেয়া হয় এজন্য আইসিসিতে যোগাযোগ করার নির্দেশ দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার চাওয়া, টাইগারদের ম্যাচগুলো হোক শ্রীলঙ্কাতে। পাশাপাশি এদেশে যাতে আইপিএল সম্প্রচার না করা হয় সেটা বন্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে গ্রুপ 'সি'-তে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। ৭ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Comments