সুনামগঞ্জে নকল ইঞ্জিন অয়েল বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নকল ইঞ্জিন অয়েল বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তদারকিমূলক অভিযান চালানো হয়। এসময় ২টি দোকানে নামী-দামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও নিম্নমানের ইঞ্জিন অয়েল বিক্রি করার দায়ে অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ জানান, নকল ইঞ্জিন অয়েল বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
Comments