খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হলো। জানাজায় অংশ নিতে দলটির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সাধারণ মানুষ এসেছেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টাসহ তিন বাহিনীর প্রধান, প্রধান বিচারপতি এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা।
কালো পোশাক ও ব্যাজ পরে, দলীয় পতাকা হাতে খালেদা জিয়ার জানাজাস্থলে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ।
বেলা সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক মানুষ পায়ে হেঁটে এসেছেন। তাঁদের মধ্যে কেউ মহাখালী, কেউ খুলনা থেকে এসেছেন। মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। জানাজা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাধিস্থ করা হবে।
Comments