বরিশালের ৬টি আসনে জমা পড়েছে ৪৮ টি মনোনয়ন পত্র
জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি আসনে মোট ৬২ টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও জমা পড়েছে মাত্র ৪৮ টি। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন।
তিনি জানান, বরিশাল ১ আসনে মনোনয়ন জমা পড়েছে ৫টি। বরিশাল ২ আসনে মনোনয়ন জমা পড়েছে ১১ টি। বরিশাল ৩ আসনে মনোনয়ন জমা পড়েছে ১০টি। বরিশাল ৪ আসনে মনোনয়ন জমা পড়েছে ৬টি। বরিশাল ৫ আসনে মনোনয়ন জমা পড়েছে ১০টি। বরিশাল ৬ আসনে মনোনয়ন জমা পড়েছে ৬টি।
এরমধ্যে বরিশাল ১ আসনে মনোনয়ন জমা পড়েছে ৫টি। বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান, জাতীয় পার্টি (জেপি) প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী, স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী রাসেল সরদার মেহেদী।
বরিশাল ২ আসনে মনোনয়ন জমা পড়েছে ১১ টি। বিএনপি মনোনীত প্রার্থী সরদার শরফুদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মান্নান , বাসদ তারিকুল ইসলাম, গন অধিকার পরিষদ রঞ্জিত কুমার বাড়ই, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মাদ নেছার উদ্দিন, খেলাফত মজলিস মুন্সি মোস্তাফিজুর রাহমান,সাহেব আলী, মো. আবুল কালাম আযাদ, এম এ জলিল, আবদুল হক।
বরিশাল ৩ আসনে মনোনয়ন জমা পড়েছে ১০টি। বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন,জাতীয় পার্টি মো. ইকবাল হোসেন, জাতীয় পার্টি ফখরুল আহসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আ. সত্তার খান, গোলাম কিবরিয়া টিপু,মো. আজমুল হাসান জিহাদ, ইয়ামিন এইচ এম ফরদিন।
বরিশাল ৪ আসনে মনোনয়ন জমা পড়েছে ৬টি। বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: আব্দুল জব্বার, মো: আসাদুজ্জামান ভূইয়া, আব্দুস সালাম খোকন, সৈয়দ এছাহাক মো. আবুল খায়ের, আব্দুল জলিল।
বরিশাল ৫ আসনে মনোনয়ন জমা পড়েছে ১০টি। বিএনপি মনোনীত প্রার্থী , ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মো:ফয়জুল করিম, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল, বাসদ মনোনীত প্রার্থী মনীষা চক্রবর্ত্তী, বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার, জাতীয় পাটি মনোনীত প্রার্থী আখতার রহমান, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হান্নান সিকদার, এবি পাটি মনোনীত প্রার্থী মো. তারিকুল ইসলাম, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এ. কে. এম. মাহবুব আলম,বাসদ মার্কবাদী মনোনীত প্রার্থী মো. সাইদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মো. তহিদুল ইসলাম।
বরিশাল ৬ আসনে মনোনয়ন জমা পড়েছে ৬টি। বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী মো. মাহমুদুন্নবী, বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান, গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. সালাউদ্দিন মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করিম, মুসলিম লীগ মনোনীত প্রার্থী আবদুল কুদ্দুস ও স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল ইসলাম খান।
সোমবার সন্ধা ৭টায় এই তথ্য নিশ্চিত করেছেন বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন।
Comments