খালেদা জিয়ার মৃত্যুতে বিনোদন জগতের তারকাদের শোকগাথা
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক নেমে এসেছে সারাদেশে। জনগনের নেত্রীর বিদায়ে যেমন রাজনীতির অঙ্গনে শোকের আবহ, তেমনি শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করছেন।
অনেক তারকাই বেগম খালেদা জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা একটি ছবি পোস্ট করে গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।" তিনি এই প্রয়াণকে 'মহাকালের এক অধ্যায়ের সমাপ্তি' বলেও উল্লেখ করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া আহসান মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তার উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।
জয়া আহসান ফেসবুকে আরও লিখেছেন, 'সামরিক শাসন বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। তার সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তার আত্মা চির প্রশান্তি লাভ করুক।'
চিত্রনায়িকা অপু বিশ্বাস শ্রদ্ধা জানিয়ে লেখেন, "বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহীয়সী নারীর প্রস্থান এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা।"
চিত্রনায়িকা শবনম বুবলী লেখেন, "বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।"
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া তার শোকবার্তায় লিখেছেন, "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।"
চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরিও খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, "বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্ব ও জনসেবা দেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।"
নির্মাতা আশফাক নিপুন লেখেন, "আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য এবং হার না মানার এক অনন্য প্রতীক। প্রতিপক্ষের অমানবিক আচরণের মুখেও আপনি অবিচল ছিলেন। এই জাতি আপনাকে গর্বের সঙ্গে স্মরণ করবে।"
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, "বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। জেল-জুলুম সহ্য করেও তিনি দেশ ছেড়ে যাননি—এই কারণেই তিনি 'আপসহীন নেত্রী'। তার অবদান ইতিহাসে অমলিন।"
এছাড়া অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, আশনা হাবিব ভাবনা, অভিনেতা আরশ খান, পিয়া জান্নাতুলসহ শোবিজ অঙ্গনের আরও অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ ও তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই মহীয়সী নারী ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৬০ সালে তৎকালীন সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে দেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার দীর্ঘ ও ঘটনাবহুল পথচলা বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
Comments