মালয়েশিয়ায় পোস্টাল ভোট ৩৫ প্রবাসীর নিবন্ধন, প্রচারণায় কমিউনিটি নেতারা
সারাবিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রথম বারের মত প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে। প্রথম বারের মত প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ কাজে লাগাতে মালয়েশিয়া প্রবাসীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
এর মধ্যে মালয়েশিয়ায় প্রায় ৩৫ হাজার প্রবাসী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছে বলে জানা যায় বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর ও নির্বাচন কমিশনের এর মাধ্যমে।
১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ' পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন করেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ টি নিদিষ্ট দেশের ১ কোটির বেশী প্রবাসী ভোটার তাদের ভোট দিতে পারবেন। তবে প্রবাস থেকে ভোট দিতে গেলে সেই দেশের মোবাইল নাম্বার ব্যবহার করা বাধ্যতামূলক।
প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ ও তফসিল ঘোষণার পর থেকেই মালয়েশিয়া প্রবাসীদের ভোট দেওয়ার আগ্রহ দেখায় দেয়।
একজন প্রবাসী কিভাবে ভোট দিবেন এই বিষয় নির্বাচন কমিশন সহ বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর, মালয়েশিয়া বিএনপি অঙ্গ সংগঠনসহ বিভিন্ন কমিটির নেতা পোস্টাল ভোট বিডি অ্যাপের নিবন্ধনসহ নির্বাচনের কার্যক্রমের প্রচার পরিচালনা করে যাচ্ছে।
এদিকে প্রবাসীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য, বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর ছুটির দিনে বাংলাদেশী অধ্যুষিত ফ্যাক্টরি ও বিল্ডিং নির্মাণ সাইটে প্রচারণা করছে।
শনিবার মালয়েশিয়া বিএনপির উদ্যোগে কুয়ালালামপুর তামান মালুরি চেরাস এলেকায় প্রবাসী বাংলাদেশীদের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট প্রয়োগের সহযোগিতা করেন।
এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালাহ মাহমুদ। টিমের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন সহ সম্পাদক কাজী সালাহউদ্দিন, তামান মালুরি চেরাস বিএনপির সভাপতি শাহাজান সহ অন্যান্য সদস্যরা।
একই দিনে কুয়ালালামপুরে বাংলাদেশী রেমিটেন্স গুলোতে নিবন্ধনের কার্যক্রম চালানো হয়, রবিবার সারাদিন এ কার্যক্রম চলবে।
নির্বাচন কমিশনের ( ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, বিশ্বের ১৪৮ টি এ পযন্ত মোট ৫ লাখ ২৯ হাজার ৯১ জন ভোটার নিবন্ধন করেছে। এর মধ্যে পুরুষ ভোট ৪ লাখ ৯৭ হাজার ৩৩ জন এবং নারী ভোটার ৩২ হাজার ৫৬ জন।
Comments