‘ভারতীয় গুপ্তচর’ সন্দেহে যুবককে গণধোলাই
ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে গোপাল বিশ্বাস নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌরসভা গেটের সামনে এ ঘটনা ঘটে।
আটক গোপাল বিশ্বাস সদর উপজেলার নিজ মথুরাপুর গ্রামের বনমালী বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে শহরের এইচএসএস সড়কের একটি পোশাকের দোকানে আগুন দেয় বিক্ষুব্ধরা।
সে সময় গোপাল বিশ্বাস নিজের মোবাইলে ভিডিও ধারণ করছিল। একপর্যায়ে উত্তেজিত ছাত্র-জনতা তাকে চ্যালেঞ্জ করলে সে নিজেকে রিকশাচালক পরিচয় দেয়। তখন তার মোবাইল কেড়ে নেয় ছাত্র-জনতা। ওই মোবাইলে হিন্দি ভাষায় হোয়াটসআপ গ্রুপ ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সাঙ্গে তার যোগাযোগের প্রমাণ পাওয়া যায়।
পরে উত্তেজিত ছাত্র-জনতা গুপ্তচর সন্দেহে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, ওই যুবক অনেক দিন ভারতে বসবাস করেছে। সেখানে তার বন্ধুবান্ধব রয়েছে। তবে সে প্রকৃত গুপ্তচর কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে।
Comments