মালয়েশিয়ায় পোস্টাল ভোট প্রচারণায় বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের লক্ষে ভোটার নিবন্ধনে সরাসরি সহায়তার উদ্যোগ নিয়েছে ।
হাইকোমিশনের উদ্যোগে শনিবার নিলাইতে অবস্থিত Lodge Residence Hostel তে অবস্থানকারী প্রায় ২ হাজার ৫শ বাংলাদেশী নাগরিকের ( যারা KLIA ও বিভিন্ন কোম্পানিতে চাকরি করছে) মধ্যে পোস্টাল ভোট নিবন্ধনের প্রচারণা চালানো হয়। দূতাবাসের কর্মকর্তা- কর্মচারীরা প্রবাসী ভোটারদের নিবন্ধন করতে সহায়তা করে। পোস্টাল ভোটের হাইকমিশনের ভেরিফাই ফেসবুক পেজে নানা প্রচারণা চালিয়ে যাচ্ছে।
এ সময় দূতাবাসের এমন প্রচারণা ও সহায়তায় খুশি বলে জানিয়েছেন প্রবাসীরা। তবে ভোট বিষয় নিয়ে আরো গুরুত্ব সহকারে আরে আগে মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির নেতারা সচেতনতামূলক প্রচার প্রচারণা করা জরুরি বলে মনে করেন।
Comments