কেরানীগঞ্জে পরিত্যক্ত ক্যাফে থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জে মিল্টন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তারানগর ইউনিয়নের সিরাজনগর বিলের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ক্যাফে থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মিল্টন সিরাজনগর পূর্ব পাড়া এলাকার মাজহারুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি জুতার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মিল্টন বুধবার সন্ধ্যায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এলাকার এক ব্যক্তি পরিত্যক্ত ক্যাফের ভেতরে জুতার ফিতায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পরিবার ও স্থানীয়দের খবর দেন। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সবকিছু দেখে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। পরিবারের সদস্য ও স্থানীয়দের বক্তব্যেও জানা গেছে, মিল্টন কিছুদিন ধরে হতাশায় ভুগছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাটির সকল দিক খতিয়ে দেখছে।
Comments