উল্লাপাড়ায় তৃণমূল বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃণমূল বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ঝিকিড়া মামুন হলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, জাহিদুল ইসলাম মিস্টার, আজিজুর রহমান মানু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি, উপজেলা বিএনপি সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, আলাল হোসেন জিন্নাহসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন। তারা দলের অভ্যন্তরীণ ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, তৃণমূলের ঐক্যই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে শক্তিশালী করবে।
সভায় আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলীকে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে প্রচার-প্রচারণা এবং ভোট সংগ্রহের আহ্বান জানান দলের নেতারা।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Comments