নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মাগুড়ায় পররাষ্ট্র উপদেষ্টার মতবিনিময়
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে মতবিনিময় করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রবিবার দুপুরে মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে কৃতি প্রাক্তন শিক্ষার্থীদের শুভাগমন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে মাগুড়া উচ্চ বিদ্যালয়। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তনিমা জাহান ত্বন্বী ও মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু প্রমূখ।
প্রধান অতিথি বলেন,মাগুড়া আমার হৃদয়ে জড়িয়ে আছে। প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষ আমার সাথে জড়িয়ে আছে। দেশের সবকিছুর পরিবর্তন হয়েছে। এই প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন দরকার। আমি বহির্বিশ্বে দেখেছি বাংলাদেশীরা ও ভারতবাসীদের মধ্যে ব্যাপক ব্যবধান। ভারতীয়রা দেশের বাহিরে যে কাজ করে ৬০ টাকা পায়,সেখানে বাংলাদেশীরা পায় ২০ টাকা। পার্থক্য হচ্ছে ভারতীয়রা ইংরেজিতে পারদর্শী আর বাংলাদেশীরা ইংরেজিতে পিছিয়ে। তিনি বিভিন্ন দেশের ভাষা শিখিয়ে আর্থিক ভাবে লাভবান হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন আবার এই মাগুরা উচ্চ বিদ্যালয়ে আসবো। তবে সরকারের কেউ না,সাধারণ মানুষ হিসাবে আসার চেষ্টা করবো। তিনি সকলের দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন। পরে তিনি মাগুরার বিভিন্ন স্মৃতি বিজরিত এলাকা পরিদর্শন করে এলাকা ত্যাগ করেন।
Comments