নোয়াখালীতে এফবিসিসিআইয়ের নির্বাহী কর্মকর্তার বাসায় ভয়াবহ ডাকাতি
নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে এক শিক্ষক পরিবারের বাসায় গতকাল রাতে সংঘবদ্ধ চোরের দল ঢুকে ভয়াবহ ডাকাতির ঘটনা হয়েছে। এসময় চোররা ঘরে থাকা মো. রাশেদুল ইসলামের বাবা-মা, বোন ও ভাগিনাকে জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
পরিবারের দাবি, তাদের বহু বছরের পারিবারিক ইতিহাসে এ ধরনের দুঃসাহসিক ঘটনা এবারই প্রথম ঘটল। যা সাধারণ ডাকাতি নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মনে করছেন ভুক্তভোগী মো. রাশেদুল ইসলাম।
ঘটনার পর তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, "আমাদের পারিবারিক ইতিহাসে এই প্রথম। আন্ডারচর আজকে এতই খারাপ জনপদ হয়ে গেছে? যেখানে কোনো মানুষেরই নিরাপত্তা নেই। এটা শুধু ডাকাতি নয়, এটি আমাদের পরিবারের প্রতি গভীর ষড়যন্ত্রের অংশ। যে বা যারা করেছেন অচিরেই তা উদঘাটন হবে ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন,"আমরা জীবনে মানুষের শুধু উপকারই করেছি, কখনো কারও ক্ষতি করিনি। আমাদের ক্ষতি করেও কেউ পার পাবে না, আল্লাহ চাইলে।" তিনি সদর উপজেলা প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
ফেসবুক পোস্টে রাশেদুল ইসলাম স্থানীয়দের উদ্দেশ্যে আহ্বান জানান, "এলাকাবাসীর প্রতি বিনীত অনুরোধ দয়া করে আপনারা সজাগ থাকুন। এসব অন্যায় অনিয়ম, চুরি-ডাকাতির বিরুদ্ধে রুখে দাঁড়ান।"
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদার এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
Comments