মালয়েশিয়ায় অভিযান বাংলাদেশীসহ গ্রেফতার ৮৪৩
মালয়েশিয়ায় প্রতিদিন চলছে অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আটকের অভিযান। এরই ধারাবাহিকতায় দেশটি সেলাঙ্গর রাজ্যের সেলাং বারুতে প্রবাসীদের বসবাসের স্থানে বড় অভিযান পরিচালনা করা হ'য়েছে।
শনিবার ( ৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে সেলাঙ্গার রাজ্য নিরাপত্তা পরিষদের সমন্বয়ে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন সেলাঙ্গারের মেন্তরি বেসার দাতুক সেরি আমিরুদ্দিন শারি।
এ বিষয়ে রোববার কসমো অনলাইন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহৎ পরিসরে এ অভিযানে যুক্ত ছিলেন অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, শ্রম বিভাগ, জাতীয় মাদকবিরোধী সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থা।
এ অভিযানে সন্দেহভাজন হিসাবে মোট ১ হাজার ১১৬ জনের নথিপত্র পরীক্ষা করে ৮৪৩ জনকে আটক করা হয়। যার মধ্যে ৩৫ জন নারী। আটকদের মধ্যে স্থানীয় নাগরিক রয়েছে বলে জানা যায়। বিদেশি নাগরিক আটক হয়েছে, মিয়ানমার নাগরিক সব থেকে বেশী ৬৪৭ জন,নেপালের ১০২ জন, বাংলাদেশের ৭৯ জন,ইন্দোনেশিয়ার ১৫ জন ও ভারতের ১০ জন।
এদের বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে। যাদের অনেকেরই নিজ নিজ দেশের নাগরিকত্বের প্রমাণপত্র নেই বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তারকৃত কয়েকজনের বিরুদ্ধে পাসের শর্ত লঙ্ঘন অতিরিক্ত সময় অবস্থান এবং অবৈধ কার্ড এর ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন অভিযান বিভাগের উপপরিচালক ( অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি,সেলঙ্গার পুলিশ প্রধান দাতুক শাজেলি কাহার এবং সেলাঙ্গার অভিবাসন পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন। সেলাঙ্গার অভিবাসন বিভাগের পরিচালক স্থানীয় নাগরিকদের স্থানীয় নিয়োগকর্তাদের হুঁশিয়ারি করে বলেন, দেশের প্রচলিত আইন না মানলে সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Comments