মালয়েশিয়ার অনুষ্ঠিত হলো ত্রিদেশীয় উৎসব
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ত্রিদেশীয় উৎসব দেশি নাইট ১.০, ২০২৫। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (SAB) এর আয়োজনে ২৯ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিশ্বের ১৬ টি দেশের শিক্ষার্থীরা এবং মালয়েশিয়ায় অধ্যয়নরত ২৫টি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
বাংলাদেশি শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ইউসিএসআই ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিএসওএমের সহসভাপতি পিএইচডি গবেষক এস এম তোপাজল। বিশ্ববিদ্যালয়ের এই ত্রিদেশীয় উৎসব দেশি নাইট ১.০ প্রতিযোগিতার মাধ্যমে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নাচ, গান, ফ্যাশন শো, ব্যান্ড সংগীত ও বাংলাদেশ ডিসপ্লের মাধ্যমে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। নাচ-গান, ফ্যাশন শো, নাটক ও ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের ঐতিহ্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. তারেক নন্দী, সহকারী প্রভাষক এস এম তোপাজলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিভিন্ন দেশের ব্যবসায়ী ও বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (BSOM) সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালিব রাব্বি।
এস এম তোপাজল বলেন, এই ত্রিদেশীয় উৎসব দেশি নাইট ১.০ মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের পরিবেশনার মূল প্রতিপাদ্য ছিল দেশপ্রেম। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরা আমাদের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে সমন্বয়ে দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাহাদ মোহাম্মদ সামি, সহসভাপতি তাহসিন জাকারিয়া রাফসান, কোষাধ্যক্ষ নূর মোহাম্মোদ মোহালাঈল ফাগুন, প্রচার সম্পাদক আহমেদ জাবির, মিডিয়া অ্যান্ড আইটি চৌধুরী রাফিদ মাওলা, ইউশা আম্মার রাফি, লজিস্টিক নাইমুর রহমান সিয়াম, মাহিবুর রহমান, নওশীন নূর, তামান্না তাজিন, বিএসওএমের মিডিয়া অ্যান্ড আইটি জয়েন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম পিন্টু, মোহাম্মাদ আব্দুর রব, মোহাম্মাদ সাফওয়ানুল ইসলাম প্রমুখ। সহযোগী সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেন পাকিস্তানী স্টুডেন্ট লীগের সভাপতি মেজবাহ, সহসভাপতি তুবা, ইন্ডিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি হেলেন, ও সহসভাপতি ক্যালভিনা প্রমুখ।
পারফর্মারদের মধ্যে ছিলেন সাবরিনা আক্তার তৃপ্তি, শাকিল আহমেদ, অমিয়া আহনাফ, মোমতাহা আলম রায়বা, নাইসা, তাসফিয়া মোস্তারী, ইফফাত তাইবা, নাফিউ, ও তাহাফুল করিম তানহা প্রমুখ।
উল্লেখ্য, এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (BSOM) টিম।
Comments