ইতালি প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া নিয়ে অনলাইনে দূতাবাসের মতবিনিময় সভা
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ইতালির বাংলাদেশ দূতাবাস "Postal Vote BD" মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট প্রদানের নির্দেশিকা নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা আয়োজন করেছে।
অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় রোম ছাড়াও ইতালির বিভিন্ন শহর থেকে প্রবাসী কমিউনিটি নেতা, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা যুক্ত হন।
সভায় রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক প্রবাসী ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের ভোটদান প্রক্রিয়াকে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তার মাধ্যমে সম্পন্ন করতে দূতাবাস প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করবে। দূতাবাসের কর্মকর্তারা এ সময় ভোটার নিবন্ধন, অ্যাপ ব্যবহারবিধি, ব্যালট গ্রহণ ও ব্যালট ফেরত পাঠানোসহ সম্পূর্ণ ভোট প্রক্রিয়ার বিস্তারিত উপস্থাপন করেন।
প্রবাসী নেতৃবৃন্দ ও কমিউনিটি প্রতিনিধিরা সভায় অ্যাপ ব্যবহারে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি, প্রচারণা জোরদার, কমিউনিটি পর্যায়ে সচেতনতা কর্মসূচি, এবং ভোটদানের সময়সীমা আরও সহজ করার প্রস্তাবনা দেন। দূতাবাস তাদের এসব পরামর্শ পরবর্তী কার্যক্রমে গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করে।
অনলাইন সভাটি প্রবাসীদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলে। অংশগ্রহণকারীরা জানান, বিদেশে বসেও দেশের নির্বাচনে ভোট দিতে পারা প্রবাসীদের জন্য এক ঐতিহাসিক সুযোগ। অনেকে ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে এ উদ্যোগকে প্রবাসীবান্ধব যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।
Comments