মনোনয়ন পেলেন ‘রাজপথের লড়াকু’ এস.এ জিন্নাহ কবির
মানিকগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির রাজপথের অন্যতম পরিচিত মুখ, সাবেক জেলা সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এস.এ জিন্নাহ কবির। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেন।
ঘিওর, দৌলতপুর ও শিবালয়—এই তিনটি উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ–১ আসন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে এই আসনেই বিএনপির প্রার্থী ছিলেন জিন্নাহ কবির। এর আগে একই আসন থেকে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিগত সরকারের সময়ে একাধিকবার কারাভোগ, নানাবিধ নির্যাতন এবং তবুও রাজপথে দলের পক্ষে অবিচল থাকা—এসব কারণে জিন্নাহ কবিরকে জেলা জুড়ে 'ত্যাগী নেতা' হিসেবে বিবেচনা করা হয়। তাঁর মনোনয়ন ঘোষণার পরই শিবালয় উপজেলায় উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। মানিকনগরসহ বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের মাঝে চলছে আনন্দ–উচ্ছ্বাস, দোয়া ও মিলাদ মাহফিল।
উপজেলার জুলহাস মোল্লা বলেন, "জিন্নাহ ভাই শুধু দলের নেতা নন, তিনি সাধারণ মানুষের নেতা। বিপদে–আপদে গরিব–দুঃখীদের পাশে থাকা তাঁর স্বভাব। মনোনয়ন পেয়ে তিনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন। আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করব, ইনশাআল্লাহ।"
শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসিরুদ্দিন বলেন, "ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন করেছে দল। ইনশাআল্লাহ, জিন্নাহ ভাই বিজয়ী হয়ে তারেক রহমানের ৩১ দফার আলোকে তিন উপজেলার মানুষের প্রত্যাশা পূরণ করবেন।"
মনোনয়ন পাওয়ার পর এস.এ জিন্নাহ কবির বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান। তিনি বলেন,
"এই মনোনয়ন আমার একার নয়—গত ১৫ বছর ধরে নিপীড়িত বিএনপির প্রতিটি নেতা–কর্মীর প্রাপ্তি। এ আসনের মানুষের স্বপ্ন–আকাঙ্ক্ষার প্রতিফলন। আল্লাহ আমাকে যদি বিজয়ী করেন, তবে মানুষের চাওয়া–পাওয়া পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।"
Comments