গোপালগঞ্জে ব্যাবসায়ী মিজানুর হত্যাকারীদের ফাঁসের দাবীতে মানববন্ধন
গোপালগঞ্জে ব্যাবসায়ী মিজানুর রহমান হত্যাকারীদের ফাঁসের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মিজানুর রহমানের হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিভিন্ন শ্লোগান দেন তারা। এসময় পরিবারের সদস্যরা দ্রুত জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।
মানববন্ধন চলাকালে নিহত মিজান মোল্লার বাবা হারেজ মোল্লা, স্ত্রীর জামিলা ইসলাম লাখি, সন্তান হালিমা আক্তার ও আব্দুল্লাহ মোল্লাসহ আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। এসময় স্ত্রী লাখি বেগম বলেন, আমার স্বামীর হত্যাকারীদের প্রধান আসামি জাহিদ গ্রেপ্তার হলেও অন্য আসামি সোহেল ও টিটোসহ বাকিদের এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। হত্যার সাথে জড়িত সকল খুনিদেরকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।
গত ৮ নভেম্বর রাত ৯ টার দিকে মিজানুর রহমানকে নিজ বাসা থেকে একই এলাকার মাস্টারপাড়ার সাহেব মোল্লার ছেলে জাহিদ মোল্লা ডেকে নিয়ে যায়। পরে ২৯ নভেম্বর বিকালে সদর উপজেলা হরিদাসপুর ইউনিয়নের খাগাইল দক্ষিণপাড়ার একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও বাকি আসামিরা পলাতক রয়েছে।
Comments