এক দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে গোপালগঞ্জের পরিবার পরিকল্পনা কর্মীরা
প্রস্তাবিত নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়নের এক দফা দাবিতে গোপালগঞ্জে তৃতীয় দিনের মত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে পরিবার পরিকল্পনা কর্মীরা।
আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান নেয় কর্মীরা। পরে সেখানে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা। এসময় এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মবিরতির ফলে পরিবার পরিকল্পনা বিষয়ে সকল কার্যক্রম বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে সকল প্রকারের টিকাদান কর্মসূচিও।
কর্মবিরতিতে অংশ অংশগ্রহণকারীরা জানান, গত ২৬ বছরে ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হয়েছে। আন্দোলন আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। এরপরও দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। #
Comments