চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ: শাহজাহান মিয়ার ভোট প্রার্থনা
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া আজ বৃহস্পতিবার সকাল থেকে হাইমচরের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে অ্যাডভোকেট শাহজাহান মিয়া হাইমচরের বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে হেঁটে হেঁটে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে তার নির্বাচনী প্রতীক 'দাঁড়িপাল্লা' মার্কায় ভোট প্রার্থনা করেন। গণসংযোগের সময় তিনি জনগণের উদ্দেশে বলেন,
"আমরা একটি শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। যদি আপনারা আমাকে 'দাঁড়িপাল্লা' মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি চাঁদপুর-৩ আসনের সার্বিক উন্নয়ন এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।" তিনি বর্তমান সরকারের আমলে জনগণের দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গণতন্ত্রহীনতার কথা তুলে ধরেন এবং জনগণের ভোটাধিকার প্রয়োগ করে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে জামায়াতের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। সাধারণ ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ প্রার্থীর সাথে সাক্ষাৎ করে তাদের স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন। ভোটারদের পক্ষ থেকে প্রার্থীর প্রতি ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী দিনগুলোতেও তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ অব্যাহত রাখবেন।
Comments