অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন বললেন ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ তার এই বক্তব্য প্রকাশ করা হয়। এর আগে মঙ্গলবার ইমরান খান তার বোন ড. উজমা খানের সঙ্গে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে দেখা করেন এবং সেখানেই সেনাপ্রধানকে নিয়ে কথাবার্তা হয় তাদের মধ্যে।
ইমরান অভিযোগ করেছেন, অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক এবং তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করছেন।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, 'অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। তার এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যা আমাকে বেশ উদ্বিগ্ন করে।' তিনি আরও অভিযোগ করেন, 'পাকিস্তানকে নিয়ে অসীম মুনিরের কোনো চিন্তা নেই। শুধুমাত্র পশ্চিমা শক্তিদের খুশি করতে তিনি এগুলো করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন। যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসেবে দেখা হয়।'
ইমরান খান বলেন, 'মুনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন। তারপর পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন, যার পরিণতি হিসেবে এখন সন্ত্রাসবাদের উস্ফলন দেখা যাচ্ছে।'
ইমরান খান অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করে বলেছেন, 'নৈতিকতার দেউলিয়াত্ব পাকিস্তানের সংবিধান এবং আইনকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে।' এছাড়াও তিনি অভিযোগ করেছেন যে, ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশেই তাঁকে ও তাঁর স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
Comments