শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করায় গোপালগঞ্জে বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত
চার দফা দাবী আদায়ের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ডাকা কর্মবিরতি স্থগিত করায় গোপালগঞ্জে বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে শিক্ষার্থীদের মাঝে। স্থগিত হওয়ায় পরিক্ষা সময়মত নেয়া হবে বলে জানিয়েছে শিক্ষকরা।
জানাগেছে, গত ১ ডিসেম্বর থেকে দাবী আদায়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কর্মবিরতি ডাক দেয়। প্রথম দিন জেলার ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কোন পরীক্ষা অনুষ্ঠিত না হলেও ২ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার রাতে কর্মবিরতি তুলে নেয়া হলে আজ বুধবার সকালে জেলার ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা জানায়, প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় আমাদের প্রস্তুতিতে কিছুটা সমস্যা হয়েছে। একই বিষয়ে আবার প্রথম থেকেই প্রমস্তুতি নিতে হবে। আমাদের জানানো হয়েছে ৮ তারিখে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ফলে ফলাফলে প্রভাব পরার আশংকা করছে শিক্ষার্থীরা।
এস এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, ২১ বছর ধরে আমরা বঞ্চিত রয়েছি। যে কারনে আমরা ১ ডিসেম্বর থেকে আন্দোলনে গিয়েছিলাম। ইতিমধ্যে আমাদের আন্দোলন স্থাগিত হওয়ায় আজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি সেই পরিক্ষা ৮ ডিসেম্বর নেয়া হবে এবং পরীক্ষার ফলাফলে কোন প্রভাব পড়বে না। শিক্ষার পরিবেশ ঠিক রাখতে দ্রুত তাদের দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে শিক্ষকরা।
Comments