“আমি নেতা নই, আপনাদের খাদেম হতে এসেছি”— চুনারুঘাটে অলিউল্লাহ নোমান
হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেছেন, তিনি নেতা হতে আসেননি; বরং এলাকার মানুষের সেবক হিসেবে কাজ করতেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি বলেন, "আপনারা যদি দাড়ি–পাল্লাকে নির্বাচিত করেন, তাহলে মাধবপুর–চুনারুঘাটকে আধুনিকায়নে যা যা প্রয়োজন, আপনাদের সাথে নিয়ে সর্বাত্মক চেষ্টা করব। মানুষের সেবা করতে গিয়ে প্রয়োজনে জীবন দিতে হলেও কৃপণতা করব না।"
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অলিউল্লাহ নোমান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর দেশের সামনে একটি জাতীয় নির্বাচনের সুযোগ এসেছে। শিগগিরই তফসিল ঘোষণা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, কেন্দ্রীয় জামায়াত তাকে এই আসনে নির্বাচনের জন্য অনুরোধ জানিয়েছে। জেলার আমীর ও তার শিক্ষক মাওলানা মুখলিছুর রহমান এই আসনে দীর্ঘদিন মাঠে কাজ করেছেন এবং তাকে সুযোগ করে দিয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করার।
দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, "৫৪ বছরের বাংলাদেশে বিভিন্ন সরকার এসেছে, কিন্তু কেউই দুর্নীতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সফল হয়নি। গত ১৫ বছরের শাসন ছিল ফ্যাসিবাদের শাসন—ভারতের আধিপত্যের অনুকূলে পরিচালিত এক দমনমূলক শাসন। ছাত্র আন্দোলনের ত্যাগের মাধ্যমে যে পরিবর্তনের সুযোগ এসেছে, তা বাস্তবায়ন করতে হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।"
তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে পরিবর্তনের বাংলাদেশ—একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইদ্রিছ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান, সহকারী সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
Comments